E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৪

২০২৪ মে ২৪ ১৩:৩১:৫৩
ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এতে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার (২৪ মে) সকালে ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু ছবিতে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিট পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন।

দুর্ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে ঠিক কতজন অবস্থান করছিলেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আগুন লাগার এক ঘণ্টা পরেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই ভবনের নিচতলা বৈদ্যুতিক সাইকেল বিক্রি এবং ঠিক করার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।

(ওএস/এএস/মে ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test