E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসামে সশস্ত্র হামলায় নিহত ২৩, কারফিউ জারি

২০১৪ মে ০৩ ০৯:৪৮:৪৫
আসামে সশস্ত্র হামলায় নিহত ২৩, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের কোঁকরাঝাড়, চিরং ও বাকশা জেলায় সশস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই তিনটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের (এনডিএফবি)সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে ২টি পৃথক হামলায় এ ঘটনা ঘটে। বাকশা জেলার মানস ন্যাশনাল পার্কের কাছ থেকে শুক্রবার ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়।

কোঁকরাঝাড় জেলার বালাপাড়া গ্রামে শুক্রবার ভোরে ২০/২৫ জনের সশস্ত্র দল এলোপাতারি গুলি চালিয়ে সাতজনকে হত্যা করে।

এর আগে বৃহস্পতিবার রাতে বাকশা জেলায় একটি গ্রামে ওই একই দলের হামলায় দুই নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন।

তারা বাকশা জেলার বেকি নদীর তীরে মানস ন্যাশনাল পার্কের কাছে কমপক্ষে ১৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কোঁকরাঝাড় ও বাকশা জেলায় আধা-সামরিক বাহিনীর ১০টি দল পাঠিয়েছে।

এদিকে এ ঘটনার পর বিরোধী দল ও সুশীল সমাজ আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোইয়ের পদত্যাগ দাবি করেছেন। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল আসামে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন।

২৪ এপ্রিল আসামে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর সেখানে এই সহিংসতার ঘটনা ঘটলো।

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি) বোরো সম্প্রদায়ের জন্য পৃথক রাজ্য গঠনে লড়াই করে যাচ্ছে।

২০১২ সালে কোঁকরাঝাড় জেলায় স্থানীয় বোরো আদিবাসী ও মুসলামদের মধ্যে দাঙ্গায় একশ’ জনেরও বেশি মানুষ নিহত ও কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছিল। সূত্র: এনডিটিভি

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test