E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিশরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১১

২০১৪ মে ০৩ ১১:২৬:২৩
মিশরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১১

 

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানী কায়রোর কাছাকাছি হেলওয়ান এলাকায় মারা গেছে আটজন বিক্ষোভকারী। আর বাকি তিনজন নিহত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায়। এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

মিশরে চলমান সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সমর্থকদের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত থাকার প্রেক্ষাপটে বড় ধরনের এ হত্যাকাণ্ড ঘটলো।

গত জুলাই মাসে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজনৈতিক সহিংসতা দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে। পরে দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয় সেনা সমর্থিত কথিত অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় গত সোমবার মিশরের একটি আদালত রাজনৈতিক দল ইখওয়ানের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। রায়ের বিরুদ্ধে মিশরে চলছে টানা বিক্ষোভ। এছাড়া, ইরানসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সূত্র: প্রেস টিভি ও আইআরআইবি

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test