E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ নিয়ে বিজেপির নতুন সুর , থেমে নেই মমতাও

২০১৪ মে ০৩ ১২:৪৬:৫৬
বাংলাদেশ নিয়ে বিজেপির নতুন সুর , থেমে নেই মমতাও

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি  বিষয়ে সুর পাল্টাতে শুরু করেছে বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশিদের নিয়ে নতুন মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি রাজনাথ সিংহ।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াডিতে এক জনভায় রাজনাথ বলেন, বিজেপি ক্ষমতায় আসলে কারও উপর অত্যাচার করা হবে না। তবে যারা বিনা ভিসা- পাসপোর্টে বাংলাদেশ থেকে এসেছেনতাদের বাংলাদেশেই ফিরে যাওয়া উচিত। আমরা তাদের চিহ্নিত করব।

কেশিয়াডিতে অপর জনসভায় রাজনাথ বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ করার পার্টি বিজেপি নয়। ভারতের মুসলমানরা যে রাজ্যেই থাকুক না কেন সুরক্ষিত থাকবেন।

বারাসাতে অপর এক কর্মী সভায় সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক অনন্তকুমার বলেন, বাংলাদেশ থেকে অত্যাচারের কারণে যেসব হিন্দু ভারতে আসবেন তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। তারা আমাদের ভাই। তবে যারা এ দেশে এস উৎপাত করবে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে।

এদিকে মেদিনীপুরে অপর জনসভায় মমতা ব্যানার্জি বলেন, কেউ কেউ চান বাংলায়-বাংলায়, হিন্দু-মুসলমান দাঙ্গা বাধাতে। আমার কাছে এ বিষয় তথ্য আছে। দাঙ্গা লাগানো আমাদের উদ্দেশ্য নয়।

তিনি আরো বলেন, মোদি বলে বাঙ্গালি- অবাঙ্গালি ভাগ করে দিতে। আমি কাউকে ভাগ করব না। সবাই আমার ভাই। ভাগ তারাই করে যাদের চোখ-মুখ-কান নেই।

উল্লেখ্য কিছুদিন আগে শ্রীরামপুরে এক জনসভায় বিজেপির প্রধানন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বলেছিলেন, ১৯৪৭ সালের পর বাংলাদেশ থেকে যারা ভারতে এসছেন তাদেরকে আগামী ১৬ মে বিছানা-বেডিং নিয়ে বাংলাদেশে ফিরে যেতে হবে। এ নিয়ে বহু আলোচনা-সমালোচনার পর বিজেপি নেতারা নতুন এই মন্তব্য করলেন।

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test