E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোদি মুখ্যমন্ত্রী হলে নারীদের কি হবে

২০১৪ মে ০৩ ১৭:২৪:৫১
মোদি মুখ্যমন্ত্রী হলে নারীদের কি হবে

আন্তজার্তিক ডেস্ক : গুজরাটের পুলিশ কর্মকর্তারা নরেন্দ্র মোদির নির্দেশেই এক তরুণী স্থপতির ওপর নজরদারি করেছেন কিনা তা তদন্ত করতে ১৬ মে ভোট গণনা শুরুর আগেই একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী কপিল সিবাল।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে বলেছেন,‘মুখ্যমন্ত্রী হয়েও উনি নারীর ওপর নজরদারি করছিলেন। সুতরাং তিনি প্রধানমন্ত্রী হলে আমাদের নারীদের কি হবে?’

মোদির দল বিজেপি বলেছে,তদন্তের প্রধান হিসেবে একজন বিচারক নিয়োগ দেয়া হলে তা হবে আদর্শ আচরণবিধির লঙ্ঘন।কেননা এই বিধি অনুযায়ী নির্বাচন আহ্বান করার পর সরকার আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে বা নিয়োগ দিতে পারে না।

বিজেপি’র পক্ষ থেকে বলা হয়েছে,সরকার এ পর্যন্ত যতজন বিচারকের কাছেই তদন্তের প্রধান হওয়ার প্রস্তাব নিয়ে গেছে তারা সবাই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।তবে সরকার এটি অস্বীকার করেছে।

বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন,সরকারের প্রচেষ্টা ‘রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত’।

মোদি একজন নারীর ‘গোপনীয়তা’ লঙ্ঘন করেছেন বলে যে অভিযোগ উঠেছে কংগ্রেস তা সমর্থন করে বলেছে,মোদি ওই নারীর ফোনে আড়ি পেতে ও তার চলাফেরার ওপর নজরদারি করে প্রকটভাবে আইন ভঙ্গ করেছেন।

বিজেপি বলেছে,এই নারী স্থপতির পরিবার তার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল,তাই তার চলাফেরার ওপর নজরদারি নিশ্চিত করতে তারা গুজরাট সরকারের সহায়তা চেয়েছিল।

পাঁচ মাস আগে গুজরাট সরকার ওই নজরদারির ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি দুই সদস্যের কমিটি গঠন করে।

ডিসেম্বরে কেন্দ্র সরকার জানায়,এ ঘটনায় তারাও একটি তদন্ত টিম গঠন করবে।এর প্রতিক্রিয়ায় বিজেপি অভিযোগ করে যে,কেন্দ্রীয় সরকার আইন-শৃঙ্খলা বিষয়াদিতে রাজ্য সরকারের অধিকার লঙ্ঘন করছে।

গত নভেম্বরে মোদির শীর্ষ সহযোগী গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশকে ওই নারীর ওপর নজরদারি করার নির্দেশ দেয়ার অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে।


(ওএস/এটি/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test