E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্যামসাংকে জরিমানা

২০১৪ মে ০৩ ১৮:৫৪:৫৮
স্যামসাংকে জরিমানা

আন্তজার্তিক ডেস্ক : প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংকে ১১৯ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার দীর্ঘ শুনানির পর স্যামসাংকে অভিযুক্ত করে ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড।

অ্যাপলের স্মার্টফোন ফিচারের দুটি প্যাটেন্ট নকল করার অভিযোগে এ জরিমানা গুনতে হবে স্যামসাংকে।

ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ অ্যাপলকে পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, অ্যাপল ৫টি প্যাটেন্ট হুবহু চুরির অভিযোগ তুলে স্যামসাংয়ের কাছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার দাবি করে আসছিল। স্যামসাং সে অভিযোগ অস্বীকার করে উল্টো অ্যাপলের বিরুদ্ধে স্মার্টফোনের ক্যামেরা ও ভিডিও ট্রান্সমিশনের দুটি প্যাটেন্ট চুরির অভিযোগ করে।

বেশ কয়েক বছর ধরে প্যাটেন্ট নিয়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে এ বৃহৎ দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। দুই বছর আগে অন্য একটি আদালত স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে ৯শ ৩০ মিলিয়ন ডলার জরিমানা করে।

(ওএস/এটি/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test