E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্স ভাইরাসে মৃতের সংখ্যা ১১১

২০১৪ মে ০৩ ২৩:২৩:৩৯
মার্স ভাইরাসে মৃতের সংখ্যা ১১১

আন্তর্জাতিক ডেস্ক : শনিরাব পর্যন্ত সৌদি আরবে মিডল ইস্ট রিস্পারেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে ১১১ জন মারা গেছেন।

নতুন করে আরো ১৮ জনের মাঝে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সবশেষ মারা যাওয়া দু’জনের একজন ৬৯ বছর বয়সী নারী এবং অপরজন ২৫ বছর বয়সী পুরুষ। তারা গত ২৭ এপ্রিল যক্ষা ও রক্তস্বল্পতা নিয়ে মক্কা ও জেদ্দার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শনিবার ১৮ জনের মধ্যে এই রোগ শনাক্ত করা হয়েছে এবং শুক্রবার ৭ জন শনাক্ত হয়। ২০১২ সাল থেকে শনিবার পর্যন্ত ৩৯৬ জনের মধ্যে মার্স শনাক্ত করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বেগজনহারে বাড়ছে এই রোগে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত সৌদি আরবে দু’জন বাংলাদেশির মৃত্যু হয়।

(ওএস/অ/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test