E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারা বিশ্বে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে নীল বাতি

২০১৪ এপ্রিল ০২ ১৪:৪৪:৫৪
সারা বিশ্বে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে নীল বাতি

অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিশ্ব অটিজম দিবসে সারা বিশ্বের সব গুরুত্বপূর্ণ ভবনে ও স্থাপনায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে নীল বাতি। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এর সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা, প্রশাসনিক কেন্দ্র, হোটেল, মার্কেট, দোকান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,ব্যাংক, পত্রিকা অফিস, রেডিও ও টেলিভিশন ভবন, পার্কসহ বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নীল বাতি জ্বালাবে।

অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিশ্ব অটিজম দিবসে সারা বিশ্বের সব গুরুত্বপূর্ণ ভবনে ও স্থাপনায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে নীল বাতি। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এর সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা, প্রশাসনিক কেন্দ্র, হোটেল, মার্কেট, দোকান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,ব্যাংক, পত্রিকা অফিস, রেডিও ও টেলিভিশন ভবন, পার্কসহ বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নীল বাতি জ্বালাবে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন, প্রশাসনিক ভবন, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সম্ভাব্য স্থানগুলোতে নীল বাতি জ্বালানোর জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও প্রশাসনিক ভবনগুলোতে নীল বাতি প্রজ্জ্বলনের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া হোটেল, মার্কেট, দোকান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, পত্রিকা অফিস, রেডিও ও টেলিভিশন ভবন পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং বেসরকারি সংগঠনগুলোকেও তাদের কার্যালয়ে ২ এপ্রিল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নীলবাতি জ্বালানোর আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও বিভাগ কার্যালয়ে আগামীকাল নীল বাতি জ্বালানোর নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকসহ দেশের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংক ভবনেও নীল বাতি জ্বালানোর আহ্বান জানিয়েছে।

“এক অজানা কষ্টের নাম ‘অটিজম’। কেন, কখন, কি কারণে মস্তিষ্কের কোন স্নায়ুকোষের কি ধরনের বিপর্যয়ের কারণে অটিজম হয় তা আমরা আজো জানি না। তাই অটিস্টিকদের ভেতরে কষ্টটা আমরা বুঝতে পারি না। তাদের এই অজানা কষ্টের সাথে একাত্ম হওয়ার জন্যই ‘নীল বাতি’ প্রজ্জ্বলন করা জরুরি” বলে মনে করেন গ্লোবাল অটিজম বাংলাদেশ-এর নির্বাহি পরিচালক নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান।

(ওএস/এটি/ এপ্রিল ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test