E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেয়নি পার্লামেন্ট

২০১৪ মে ০৫ ০৯:৪৯:৫৪
লিবিয়ার নতুন প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেয়নি পার্লামেন্ট

আন্তর্াতিক ডেস্ক : লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আহমেদ মেইতেককে দেশটির পার্লামেন্ট স্বীকৃতি দেয়নি বলে পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির পার্লামেন্টে রবিবার ভোটাভুটি হয়। ওই ভোটাভুটিতে মেইতেক প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়েছেন বলে দেশটির ভাইস প্রেসিডেন্ট এজাদিন আল-আওয়ামি জানিয়েছেন।

দেশটির সরকারি ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামপন্থীদের সমর্থিত ব্যবসায়ী মেইতেক ১১৩ ভোট পেয়েছেন। অথচ নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ১২০ ভোট।

এরপর ওয়েবসাইটে জারি করা আরেকটি বিবৃতিতে আওয়ামি জানিয়েছেন, এই ভোটগ্রহণ ‘অকার্যকর ও অবৈধ’।

তবে এর আগে দেশটির পার্লামেন্টের কর্মকর্তা সালাহ-আল-মাখজুম জানিয়েছিলেন, পার্লামেন্টে মোট ১৮৫টি ভোটের মধ্যে ১২১টি ভোট পেয়েছেন মেইতেক। সূত্র : এএফপি

(ওএস/এইচআর/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test