E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্পাইডারম্যান দেখতে না পারায় আত্মহত্যা

২০১৪ মে ০৫ ১১:২০:০১
স্পাইডারম্যান দেখতে না পারায় আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : স্পাইডারম্যান সিরিজের নতুন মুভি দেখেতে না পারার দু:খে আত্মহত্যা করেছে পাঁচ বছরের এক শিশু। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক ১৯তলা ভবনের অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে মারা যায় সে।

বৃহস্পতিবার মাকে নিয়ে নিজের প্রিয় নায়কের ছবি দেখতে যেতে চেয়েছিল পাঁচ বছরের ভ্যালেন্টিনো। কিন্তু মা ইভা ছেলের প্রস্তাবে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে খানিকটা তর্কাতর্কি হয়। এরপর সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একটু পর ঘরের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে মারা যায়। পুলিশ এ ঘটনায় একটি আত্মহত্যা মমলা দায়ের করেছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় স্পাইডারম্যান-২ মুক্তি পেয়েছে গত বুধবার। মুক্তির পরপরই ছবিটি সেদেশে সাড়া জাগিয়েছেএবং প্রথম দিনেই অল টাইম হিটের তালিকায় ঠাই করে নিয়েছে।

বৃহস্পতিবার স্পইডারম্যান-২ দেখতে মায়ের সঙ্গে সিনেমা হলে যাওয়ার বায়না ধরেছিল ভ্যালেন্টিনো। কিন্তু তার মা ইভা (২৩) তাকে ছবি দেখতে নিয়ে যেতে পারবেন না বলে জানান। কেননা তার এক বছরের ছোট ভাই ভিনসেনসিয়াস ছিল অসুস্থ । ছোট ছেলেটিকে নিয়ে তিনি নিজের মায়ের বাসায় যেতে চাচ্ছিলেন। এ ঘটনায় হতাশ হয় ভ্যালেন্টিনো। রাগ করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মা অনেকবার ডাকাডাকি করার পরও সে দরজা খোলেনি। তখন তিনি দরজা খোলায় সহায়তার জন্য কেয়ারটেকারকে ডাকতে ভবনের দোতলায় যান। কেয়ার টেকারের সঙ্গে কথা বলার সময়ই তিনি বাইরে হৈচৈ শুনতে পান।

ছুটে গিয়ে দেখেন ভবনের কমপ্লেক্সে পড়ে আছে ক্ষতবিক্ষত ভ্যালেন্টিনো। লোকজনের সহায়তায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

কয়েক দিন আগে এভাবেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিল ছয় বছরের কেভিন মোরায়েস। সে তাদের লন্ডনের চতুর্থ তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়েছিল। সে অবশ্য আত্মহত্যা করার উদ্দেশে লাফ দেয়নি। নিজের প্রিয় নায়ক স্পাইডারকে অনুকরণ করতেই সে তার বেডরুমের জানালা থেকে লাফ দিয়েছিল।

সে বিশ্বাস করত তার মধ্যেও স্পাইডারের মত অতিপ্রাকৃতিক কিছু করার ক্ষমতা রয়েছে।

(ওএস/এইচআর/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test