E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেলুনের তৈরি রোবটের বিশ্ব রেকর্ড!

২০১৪ মে ০৫ ১৫:০৪:১৯
বেলুনের তৈরি রোবটের বিশ্ব রেকর্ড!

আন্তজার্তিক ডেস্ক : পর্যন্ত অনেক বিষয়েই বিশ্ব রেকর্ড করা হয়েছে। এজন্য সকলের দৃষ্টি নতুন নতুন বিষয়ের উপরে। নতুন আর গতানুগতিকের বাইরের বিষয় নিয়ে চেষ্টা করছে বিশ্ব রেকর্ড তৈরি করার। এমনই একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছেন জন রিড, বেলুন দিয়ে এক বিশাল রোবট তৈরি করে।

হলিউডের ট্রান্সফরমার সিনেমার কথা নিশ্চয়ই সবার মনে আছে। ছবি প্রিয় মানুষরা দেখেছেন রোবটের তৈরি মানুষ কীভাবে সে ছবিতে আকার বদলায়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ওপটিমাস প্রাইম নামক প্রধান রোবটের। বাস্তবে এমন রোবট কেউ তৈরি করেনি। কিন্তু বেলুন দিয়ে সেই রোবট তৈরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন এক জাদুকর। তার নাম জন রিড। তিনি যুক্তরাষ্ট্রের ইউথা অঙ্গরাজ্যে থাকেন। ৪ হাজার ৩০২ টি বেলুন দিয়ে তিনি ৫০ ফুট উঁচু ওপটিমাস প্রাইম রোবট তৈরি করেছেন। প্রাইম বানাতে জনের সময় লেগেছে ৪২ ঘণ্টা। ইউথার সল্ট-লেক কমিক কনভেনশন সেন্টারে বেলুনের তৈরি এই রোবট রাখা আছে।

বেলুন দিয়ে আমরা হয়ত ছোটবেলায় অনেক খেলেছি। কিন্তু বিশ্বরেকর্ড করার মত চিন্তা কি আমাদের মাথায় কখনও এসেছে? বেলুন দিয়ে হয়ত খুব বেশি হলে ছোট্ট ফুল বা কোনো প্রাণীর প্রতিচ্ছবি তৈরি করা যায়। কিন্তু একটি বিশাল রোবট? ভাবতেই বিস্ময়ে অবাক হয়েছেন অনেকে।

তবে এই রোবট বানিয়েও শঙ্কায় আছেন জন রিড। রোবট বানিয়ে রেকর্ড করে কেমন লাগছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জন বলেন, আগামী মাসেই এর চেয়ে বড় বেলুনের পুরার্কীতি বানিয়ে কোনো এক ব্যক্তি তার রেকর্ড ভেঙে দেবে। বেলুনে বানানো এ শিল্প যাতে প্রসার পায় সেজন্য তিনি এটা বানিয়েছেন।

(ওএস/এটি/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test