E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহৃত স্কুলছাত্রীদের বিক্রি করার হুমকি বোকো হারামের

২০১৪ মে ০৬ ১১:০০:১১
অপহৃত স্কুলছাত্রীদের বিক্রি করার হুমকি বোকো হারামের

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র ইসলামী সংগঠন বোকো হারাম। দেশটির উত্তরাঞ্চল থেকে গত মাসে তাদের অপহরণ করা হয়।

বোকো হারামের নেতা আবু বকর শেকাউ সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রথমবারের মতো অপহরণের দায়িত্ব স্বীকার করে এ হুমকি দেন।

আবু বকর শেকাউ বলেন, ‘আমি আপনাদের মেয়েদের অপহরণ করেছি। আল্লাহর নামে তাদের বাজারে বেচে দেব। আল্লাহ্ই আমাকে তাদের বেচে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অপহৃত ছাত্রীরা আল্লাহর সম্পদ। আমি আল্লাহর নির্দেশই পালন করব।’

বোকো হারাম শব্দটির অর্থ পশ্চিমা শিক্ষা পাপ। পশ্চিমা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পাপ করছে বলে ভিডিওতে উল্লেখ করেন শেকাউ।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিবোক গ্রামের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রীদের অপহরণ করে বোকো হারামের সদস্যরা। রাজধানী আবুজাতে বোমা হামলায় ৭৫ জন নিহত হওয়ার একদিন পরই এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এ ঘটনা ৭ মে দেশটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ওপর প্রভাব ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেশটির উত্তারাঞ্চলে গত পাঁচ বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে বোকো হারাম। আফ্রিকার অন্যতম জ্বালানি উৎপাদক দেশটির নিরাপত্তার জন্য প্রধান হুমকি মনে করা হয় ইসলামী সংগঠন বোকো হারামকে। সূত্র : এনডিটিভি

(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test