E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইইউ বাজারে নিষিদ্ধ ভারতীয় আম আসছে বাংলাদেশে!

২০১৪ মে ০৬ ১৩:১৪:২৩
ইইউ বাজারে নিষিদ্ধ ভারতীয় আম আসছে বাংলাদেশে!

আন্তজার্তিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে সম্প্রতি নিষিদ্ধ ভারতীয় আম এখন ঢুকছে বাংলাদেশের বাজারে।

প্রতিবেদনটিতে বলা হয়, ওড়িশা রাজ্যের দুসেরি এবং আম্রপালি জাতের আমের প্রথম চালানটি গত শুক্রবার ট্রেনযোগে বাংলাদেশে পৌঁছেছে। ওই অঞ্চলের উদ্যান পালনবিদ্যা অধিদপ্তরের পরিচালক সঞ্জীব চাধা জানান, ‘আমরা পরীক্ষামূলকভাবে বাংলাদেশে প্রায় তিন টন আম পাঠিয়েছি। বাংলাদেশের বাজারে আমাদের আমের চাহিদা এবং বাজারের বিস্তার যাচাই করে প্রয়োজনে আরো আম পাঠাব। আশা করছি সেখানে রপ্তানি বাড়বে।’

প্রতিবছর ভারত থেকে ইউরোপ প্রায় চার বিলিয়ন ডলার মূল্যের ফল, শাক-সবজি ও অন্য কৃষিপণ্য আমদানি করে থাকে। সম্প্রতি ফলে মাছি সংক্রমণের অভিযোগে দেশটির ফল আমদানি নিষিদ্ধ করে ইইউ, যা গত ১ মে থেকে কার্যকর হয়। এ ঘটনায় ইইউ থেকে ভারতের চালান ফিরে আসায় দেশটিতে আমের দাম কমে যায়। প্রকারভেদে আমের দাম ৫০ শতাংশ পর্যন্তও কমে।

উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিম বঙ্গে দুসেরি এবং আম্রপালির দারুণ চাহিদা রয়েছে। ওড়িশায় বছরে প্রায় আট লাখ টন আম উৎপাদিত হয়। যার মধ্যে আম্রপালি, দুসেরি, মল্লিকা, কেশরি এবং লেংড়া বেশ জনপ্রিয়। চলতি মৌসুমেও রাজধানী দিল্লিসহ ভারতের অন্যান্য অঞ্চলে ৫০০ টন আম সরবরাহ করবে ওড়িশা।

(ওএস/এটি/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test