E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিওয়াত্তুম্রং

২০১৪ মে ০৮ ১০:০২:৫৮
থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিওয়াত্তুম্রং

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন নিওয়াত্তুম্রং বুনসংপাইসান। তিনি ইংলাক সিনাওয়াত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের পরই তিনি এ দায়িত্ব পান।

ইংলাক সিনাওয়াত্রাকে (৪৬) পদত্যাগের নির্দেশ দেয় দেশটির সাংবিধানিক আদালত। ক্ষমতার অপব্যবহার মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

আদালতের রায়ে ইংলাক ও তার কয়েকজন কেবিনেট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের পরপরই বাকি কেবিনেট সদস্যরা দেশটির বাণিজ্যমন্ত্রী নিওয়াত্তুম্রং বুনসংপেইসানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেন।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ফংথেপ থেপকাঞ্জা বলেন, ‘কেবিনেট সদস্যরা নিওয়াত্তুম্রং বুনসংপেইসানকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ব্যাপারে একমত হন।’

আগামী ২০ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ওএস/জেএ/মে ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test