E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনৈতিক হত্যা বন্ধের আহবান পুতিনের

২০১৫ মার্চ ০৪ ১৯:৪০:৪১
রাজনৈতিক হত্যা বন্ধের আহবান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে ‘লজ্জাজনক’ রাজনৈতিক হত্যা বন্ধের আহবান জানিয়েছেন। বিরোধী দলীয় রাজনীতিবিদ বোরিস নেমতসভ আতাতায়ীর গুলিতে নিহত হওয়ার পর এ আহবান জানালেন পুতিন।

বুধবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বিশেষ করে উচ্চ পর্যায়ের রাজনীতিকদের হত্যার ব্যাপারে সরকার আরও সতর্ক অবস্থানে থাকবে বলে জানান রুশ প্রেসিডেন্ট।

সাবেক উপ-প্রধানমন্ত্রী নেমতসভ (৫৫) শুক্রবার ভোর রাতে গ্রেট মস্কভোরেস্টকি সেতুর উপর দিয়ে চলার সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার মস্কোতে তাকে সমাহিত করা হয়।

গত রবিবার মস্কোতে ইউক্রেন সহিংসতার বিরুদ্ধে যে র্যানলি অনুষ্ঠিত হয়েছে তাতে নেমতসভের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আতাতায়ীর গুলিতে নিহত হওয়ায় তার সেই আশা ভেস্তে যায়। রবিবার তাকে সম্মান জানাতে ৫০ হাজারের মতো লোক সোভাযাত্রা করে।

এদিকে নেমতসভের সমর্থকেরা ওই হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেন সহিংসতাকে দায়ী করেছে। তবে প্রেসিডেন্ট পুতিন এই হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনী।

(ওএস/এটিআর/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test