E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালয়েশিয়ায় বাংলাদেশী মসজিদ উদ্বোধন

২০১৫ মার্চ ০৫ ১০:৫১:৫৪
মালয়েশিয়ায় বাংলাদেশী মসজিদ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামে মালয়েশিয়ায় বাংলাদেশী সূরাও (মসজিদ) উদ্বোধন করা হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতাদের প্রচেষ্টায় রাজধানী কুয়ালালামপুরের দামাই কমপ্লেক্সে এ সূরাওটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার দুপুরে সূরাওটির উদ্বোধন করেন, মালয়েশিয়ার গ্রান্ড মুফতি ওয়াইবি এইচজি দাতুক ড. জুলকিফলি মোহাম্মাদ আল বাকরি।

যাদের অক্লান্ত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তারা হলেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ কবির ভূইয়া, মোহাম্মদ জুয়েল মিয়াজী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, হাজী জাকিরুল আলম।

মসজিদটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ড. আহমেদ বুরহান, মোহাম্মদ মোশারফ হোসেন, কাজী মনোয়ার, আফোয়ান বিন সুলেমান, আনোয়ার বিন আহমেদ, মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান ওহিদ, শাহীন সরদার, মো. সেলিমসহ আরো অনেকে।

উদ্যোক্তাদের মধ্যে বেশ কয়েকজন বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীরা সেক্ষেত্রে সফলতা অজর্ন করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশী মসজিদ প্রতিষ্ঠা করতে পেরে আজ আমরা আনন্দিত। যা দীর্ঘদিনের অক্লান্ত প্রচেষ্টার ফসল। আমরা মালয়েশিয়াবাসীর কাছে চির কৃতজ্ঞ। তারা আমাদের সব কাজে সহযোগিতা করে থাকেন। তাদের মাটিতে আমরা মসজিদ করতে পেরেছি, আগামীতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশিদের জন্য একটা বড় মসজিদ করবো।

মালয়েশিয়া কমিউনিটির কয়েকজন নেতা বলেন, এ মসজিদ মালয়েশিয়াবাসীর কাছে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের মডেল হয়ে থাকবে। এখান থেকে আমাদের ছেলে-মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া হবে, যাতে তারা দ্বীনের শিক্ষাও পেতে পারে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সুরা ইয়াসিনের একটা বই, একটা জায়নামাজ ও একটা তসবিহ প্রদান করা হয়।

(ওএস/পিবি/ মার্চ ০৫, ২০১৫

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test