E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন রক্ষায় সেনাবাহিনীর সাহায্য নেবে ভারত

২০১৫ মার্চ ০৫ ১১:২৮:০৯
সুন্দরবন রক্ষায় সেনাবাহিনীর সাহায্য নেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের অন্যতম প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী সুন্দরবন রক্ষায় প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের জাতীয় পরিবেশ আদালত।

এর আগেই আদালত পশ্চিমবঙ্গ সরকারকে সুন্দরবনের পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন আদালত।

বুধবার নতুন এ পরামর্শ দিয়েছেন জাতীয় পরিবেশ আদালতের এক ডিভিশন বেঞ্চ।

ভারতের জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা মামালায় নির্দেশ দিয়েছিলো, মাতলা নদীর চরসহ সুন্দরবনের যাবতীয় বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে।

এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু কমিটির কাজে খুশি নয় আদালত। অন্যদিকে সুন্দরবন কেন্দ্র করে রাজ্য সরকারের পর্যটনের পরিকল্পনা নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা।

তবে রাজ্য সরকার জানিয়েছে, নিয়ম ও যথাযথ অনুমতি নিয়েই সুন্দরবনে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

(ওএস/পিবি/ মার্চ ৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test