E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্ভয়া গণধর্ষণ

তথ্যচিত্র না প্রকাশে বিবিসিকে ভারতের নিষেধাজ্ঞানামা প্রেরণ

২০১৫ মার্চ ০৫ ১৯:৩৭:০৬
তথ্যচিত্র না প্রকাশে বিবিসিকে ভারতের নিষেধাজ্ঞানামা প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মেডিকেলছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের দায়ে মৃত্যদণ্ডপ্রাপ্ত মুকেশ সিংয়ের সাক্ষাৎকার নিয়ে তৈরি তথ্যচিত্র প্রকাশ না করার জন্য ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি) নিষেধাজ্ঞানামা পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞানামা প্রেরণ করা হয়।

এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।

ব্রিটিশ চলচ্চিত্রকার লেসলি উডউইনের তৈরি ‘ইন্ডিয়ানস ডটার’ নামে ওই তথ্যচিত্রটি আগামী ৮ মার্চ নারী দিবসের রাতে যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশে প্রচার করবে বলে জানিয়েছে বিবিসি।

স্বরাষ্ট্র মন্ত্রষণালয় জানায়, বিবিসি ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ওই তথ্যচিত্র প্রকাশ না করার জন্য নিষেধাজ্ঞানামা পাঠানো হয়েছে। তবে ইতোমধ্যে ইউটিউবে নির্ভয়ার ধর্ষণের ওই তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। যেখানে ভারতীয়রা সহজেই প্রবেশ করতে সক্ষম।

তাই ইউটিউবকে ওই পোস্ট ব্লক করার জন্য চিঠি পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ইউটিউব ওই পোস্ট ব্লক করে দিবে।

এর আগে বুধবার ভারতের ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সরকার ভারত ছাড়াও বিশ্বের অন্য কোথায়ও যাতে তথ্যচিত্রটি প্রকাশিত না হয় সেই চেষ্টা করবে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়টি নিশ্চিত করার জন্য অভিহিত করেছেন।রাজনাথ সংদদে ভাষণকালে বলেন, কিভাবে একজন ধর্ষকের সাক্ষাৎকারের অনুমতি দেয়া হল তা আমার জানা নেই।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি ট্রেনে ২৩ বছর বয়সী মেডিকেলছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ করা হয়। গণধর্ষণের ১৩ দিন পর ওই ছাত্রী মারা যান। যে ৬ জন ওই মেডিকেলছাত্রীকে গণধর্ষণ করেছিল মুকেশ তাদের মধ্যে অন্যতম।

কিন্তু বিবিসির পক্ষ থেকে বলা হয়, তারা মেয়েটির পরিবারের অনুমতি নিয়েই ওই তথ্যচিত্র তৈরি করেছে। ২০১২ সালের ওই ধর্ষণের ঘটনার পর ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে সমালোচনার ঝড় ওঠে। এই ধর্ষণের ঘটনার পর ভারতীয় মানুষের মধ্যে একধরণের পরিবর্তনও আসে।

(ওএস/এটিআর/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test