E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনায় ট্রলার ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ১১ নিহত ২

২০১৫ এপ্রিল ০২ ০৭:১১:২২
মেঘনায় ট্রলার ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ১১ নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সীমান্তে মেঘনা নদীতে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে শিশুসহ অজ্ঞাতপরিচয় (২৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছেন নারী-শিশুসহ অন্তত ১১ জন।

এরআগে রাত সাড়ে ৯টায় ৬০-৭০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। তবে অধিকাংশ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, গজারিয়া ও কুমিল্লার দাউনকান্দি ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া থানার এসআই হাবিবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, রাতে দাউদকান্দি ঘাট থেকে ৬০-৭০ জন বিভিন্ন বয়সী যাত্রী নিয়ে ট্রলারটি চাঁদপুরের মতলব থানার বেলতলী এলাকার সোলায়মান লেংটার বার্ষিক ওরশে যাচ্ছিল। পথে গজারিয়ার ‍কাছে অন্ধকারে বালুবাহী বাল্ক হেড ধাক্কা দিলে ডুবে যায়। অধিকাংশ যাত্রীরা বিভিন্ন ভাবে তীরে আসতে পারলেও খোঁজ মিলছে না ১০-১২ জনের।

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test