E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোদিই হবেন ভারতের নয়া প্রধানমন্ত্রী!

২০১৪ মে ১৩ ১৩:০৯:০৬
মোদিই হবেন ভারতের নয়া প্রধানমন্ত্রী!

আন্তজার্তিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিজেপি। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এনডিটিভি, টাইমস নাউ, সিএনএন-আইবিএনসহ ভারতীয় চ্যানেলগুলোয় প্রচারিত এক্সিট পোল বা বুথ ফেরত জরিপে এই তথ্য জানা যায়।



বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) পাবে ২৮৯টি আসন। কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতায় থাকা ইউপিএ জোট আসন পাবে ১০১টি। দলগতভাবে বিজেপি ২৫১ এবং কংগ্রেস ৭৮টি আসন পাবে। সব জরিপেই এনডিএর ভূমিধস জয় ও কংগ্রেসের ভরাডুবির কথা বলা হয়েছে। তবে টাইমস নাউয়ের জরিপ সত্য হলে কংগ্রেস ভরাডুবির হাত থেকে বাঁচবে। তাদের জরিপে বলা হয়েছে, এনডিএ ২৪৯টি, ইউপিএ ১৪৮টি এবং অন্যান্য দল ১৪৬টি আসন পেতে পারে। লোকসভার ৫৪৩ আসনে ভোট হয়েছে।

পঁয়ত্রিশ দিনের লম্বা তফসিলে নয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল সোমবার। এতে উত্তর প্রদেশ (১৮), পশ্চিমবঙ্গ (১৭) ও বিহারে (৬) মোট ৪১টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফায় গত ৭ এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। ১৬ মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল।

ইংরেজিভাষী সংবাদ চ্যানেল নিউজএক্সের জরিপ উপস্থাপন করে জানায়, এনডিএ জোট ২৮৯টি আসনে জয়ী হতে চলেছে। ৫৪৩ সদস্যের লোকসভায় সরকার গড়তে কোনো দল বা জোটের প্রয়োজন ২৭২ আসন। ২০০৯ সালে এনডিএ পেয়েছিল ১৫৯টি আসন। চ্যানেলটির বুথ ফেরত জরিপে বলা হচ্ছে, বিজেপি এককভাবে পাবে ২৫১ আসন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে দলটি পেয়েছিল ১৮২টি আসন। নিউজএক্স বলছে, পাঁচ বছর আগে ২৬২ আসন পাওয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এবার পাবে মাত্র ১০১টি আসন। দলগতভাবে কংগ্রেস পাবে মাত্র ৭৮টি। কংগ্রেস সবচেয়ে বাজে ফল পেয়েছিল ১৯৯৯ সালে, মাত্র ১১৪টি আসনে জয়ী হয়েছিল তারা। সিএনএন-আইবিএনের জরিপে বলা হয়েছে, এনডিএ জোট ২৭০-২৮২টি, বিজেপি এককভাবে ২৩০-২৪২টি, ইউপিএ জোট ৯২-১০২টি এবং কংগ্রেস ৭২-৮২টি আসন পাবে।

হিন্দিভাষী সংবাদ চ্যানেল আজতকের বুথ ফেরত জরিপে বলা হয়েছে, এনডিএ পাবে ২৭২ থেকে ২৮৩টি, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা পাবে (ইউপিএ) ১১০ থেকে ১২০টি আসন। আলোড়ন তোলা রাজনৈতিক দল আম আদমি পার্টি পাবে পাঁচটি এবং অন্যান্য দল পাবে ১৪৮টি আসন। ইন্ডিয়া টুডে-সিসেরোর বুথ ফেরত জরিপে বলা হয়েছে, এনডিএ ২৬১-২৮৩, ইউপিএ ১১০-১২০ এবং অন্যান্য দল পাবে ১৫০-১৬২টি আসন। টাইমস নাউয়ের বুথ ফেরত জরিপে বলা হয়েছে, এনডিএ পাবে ২৪৯টি, ইউপিএ ১৪৮টি এবং অন্যান্য দল পাবে ১৪৬টি আসন। এবিপি নিউজ-এসি নিয়েলসনের জরিপে বলা হয়েছে, এনডিএ ২৮১টি, ইউপিএ ৯৭টি, এএপি ৪টি এবং অন্যান্য দল ১৬১টি আসন পাবে বলা হয়েছে।

এদিকে সিএনএন-আইবিএন জানায়, সাত আসনের দিলি্লতে বিজেপি পাঁচ-সাতটি, এএপি শূন্য-দুটি পাবে। কংগ্রেস কোনো আসন পাবে না। পাঞ্জাবে বিজেপি ছয়-নয়টি, কংগ্রেস তিন-পাঁচটি ও এএপি এক-তিনটি আসন পাবে। তেলেঙ্গানায় আঞ্চলিক দল টিআরএস ১০টি, কংগ্রেস চারটি ও বিজেপি তিনটি আসন পাবে। এবিপি নিউজ-এসি নিয়েলসনের জরিপে বলা হয়েছে, উত্তর প্রদেশে (৮০টি আসন) বিজেপি ৪৬টি, কংগ্রেস আটটি, সমাজবাদী পার্টি ১২টি ও বিএসপি ১৩টি আসন পাবে। টাইমস নাউ-ওআরজির মতে, গুজরাটে (২৬ আসন) বিজেপি ২২টি, কংগ্রেস ৪টি আসন পাবে। কর্নাটকে বিজেপি ১৮টি, কংগ্রেস নয়টি ও জেডি (এস) একটি আসন পাবে। তেলেঙ্গানা ছাড়া অল্প্রব্দপ্রদেশের বাকি অঞ্চল বা সীমাল্প্রেব্দ বিজেপি-টিডিপি জোট পাবে ১৫-২০টি, আঞ্চলিক দল ওয়াইএসআরসিপি পাঁচ-আটটি আসন পাবে। বিহারে (৪০ আসন) বিজেপি ও তার মিত্ররা ২৮টি, কংগ্রেস ও তার মিত্ররা ১০টি এবং জেডি (ইউ) দুটি আসন পাবে। পশ্চিমবঙ্গে (৪২ আসন) তৃণমূল কংগ্রেস পাবে ২৫-৩১টি। বাম দলগুলো পাবে ৭-১১টি, কংগ্রেস দুই-চারটি এবং বিজেপি পেতে পারে এক-তিনটি আসন। টাইমস নাউ ও আরজির জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ২০টি, বামফ্রন্ট পাবে ১৫টি, কংগ্রেসের ঝুলিতে যাবে ৫টি এবং বিজেপি জিততে চলেছে ২টি আসনে। আবার এবিপি আনন্দ-এসি নিয়েলসেন-এর করা সমীক্ষা বলছে, তৃণমূল জিতবে ২৪টিতে, বাম দল পাবে ১২টি আসন, কংগ্রেস ৫টি ও বিজেপি ১টি আসনে জিতবে। তবে সিএনএন-আইবিএন-এর সমীক্ষা বলছে, রাজ্যে মোট ৩১টি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস।

অপরদিকে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, রেকর্ড ৫৫ কোটি ১০ লাখ ভোটার এবার ভোট দিয়েছেন, যার গড় ৬৬ দশমিক ৩৮ শতাংশ। এবারের নিবন্ধিত ভোটার ছিলেন ৮১ কোটি ৪০ লাখ। ২০০৯ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৪১ কোটি ৭০ লাখ (৫৮ দশমিক ১৯ শতাংশ)। বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজেপি ৩০ শতাংশ, কংগ্রেস ২১ শতাংশ এবং অন্যান্য দল ৪৯ শতাংশ ভোট পেয়েছে।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test