E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানে পানিতে পোলিও ভাইরাসের সন্ধান

২০১৪ মে ১৩ ১৯:২৩:৪৩
পাকিস্তানে পানিতে পোলিও ভাইরাসের সন্ধান

আন্তার্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পানির নমুনা পরীক্ষা করে লাহোর এবং বন্দর নগরী করাচিতে পোলিও ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, লাহোর ও করাচির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে সংগৃহীত পানিতে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। গত ১২ এপ্রিল লাহোরের প্রধান আউটফল পাম্পিং স্টেশন থেকে এ নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া, বন্দরনগরী করাচির গাদাপ, মাচার কলোনি, কামেসো গোথ ও গুলশানে ইকবাল থেকে যে তিনটি নমুনা নেয়া হয়েছিল তাতেও পোলিও ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

অবশ্য, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম পেশোয়ারের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে সংগৃহীত পানিতে এ ভাইরাসের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। অথচ পাকিস্তানে যে পোলিওর প্রকোপ দেখা যাচ্ছে তার ৯০ ভাগের সঙ্গে বংশগত ধারা দিক থেকে পেশোয়ারের পোলিও ভাইরাসের সম্পর্ক রয়েছে। এ ছাড়া, পেশোয়ার নিয়ন্ত্রণকারী উগ্রপন্থী তালেবানরা শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ঘোর বিরোধিতা করে আসছে।

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test