E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ উদ্ধার !

২০১৪ মে ১৪ ১৬:২৭:১৯
ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ উদ্ধার !

আন্তর্জাতিক ডেস্ক : ধারণা করা হচ্ছে অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের প্রথম অভিযাত্রায় নেতৃত্বদানকারী জাহাজ শান্তা মারিয়ার ভগ্নাবশেষ হাইতির উপকূলে পাওয়া গেছে।

মঙ্গলবার এ বিষয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের সূত্রে খবরটি জানিয়েছে এনডিটিভি।
ওই অভিযানে ভারতের পথে নতুন জলপথ আবিষ্কার করতে গিয়ে তিনি অজানা মহাদেশ আমেরিকায় গিয়ে হাজির হয়েছিলেন।
শান্তা মারিয়ার খোঁজে ১১ বছর ধরে অনুসন্ধানরত ব্যারি ক্লিফোর্ড জাহাজটি খুঁজে পাওয়ার দাবি করেছেন।
তার বিশ্বাস, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে যে জাহাজটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে তা সম্ভবত প্রয়োজনীয় প্রমাণসহ এর নির্ভুলতা প্রতিষ্ঠিত করতে পারবে।
সিএনএন কে তিনি বলেছেন, এটিই সেই জাহাজ যা মানব ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছে।
৫শ’ বছর আগে যে জায়গায় শান্তা মারিয়া ডুবে গেছে বলে কলম্বাস নির্দেশ করেছিলেন সেই এলাকা থেকেই জাহাজটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ৬৮ বছর বয়সী ক্লিফোর্ড।
তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজগুলির মধ্যে এটি আমার মাউন্ট এভারেস্ট।
তবে এবারই তিনি জাহাজটি প্রথম আবিষ্কার করেছেন এমন নয়। এর আগে ২০০৩ সালে তিনি ও তার দল জাহাজটির বিষয়ে অনুসন্ধান চালান এবং সাগরের গভীর থেকে জাহাজের একটি কামান তুলে এনেছিলেন।
তারপর থেকে ধারাবাহিকভাবে জাহাজটি অনুসন্ধানে লেগে ছিলেন তিনি। প্রথম পর্যায়ে পুরাতাত্ত্বিকরা ক্লিফোর্ডের দাবি অগ্রাহ্য করলেও বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে স্বীকৃতি আদায় করে নিচ্ছেন তিনি।

(ওএস/এএস/মে ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test