E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রামবাসীর হাতে বোকো হারামের ৪১ সদস্য নিহত

২০১৪ মে ১৫ ০৭:৫৯:৩১
গ্রামবাসীর হাতে বোকো হারামের ৪১ সদস্য নিহত

আন্তর্জাতি ডেস্ক : নাইজেরিয়ার একটি গ্রামে হামলার প্রস্তুতিকালে বোকো হারামের একদল সদস্যর ওপর গ্রামবাসীর হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। একই ঘটনায় বুধবার বেশ কয়েকজনকে আটকও করেছে গ্রামবাসীরা। খবর আলজাজিরার।

কালাবালজ নামে এক গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামটি বর্নো প্রদেশের রাজধানী মেইদুগুরি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

গ্রামটির অধিবাসীরা জানিয়েছে, দেশটির সেনাবাহিনী বোকো হারামের সদস্যদের মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তারা হাত তুলতে বাধ্য হয়েছে।

গ্রামবাসীর হাতে আটক সদস্যর সংখ্যা ১০ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল দেশটির বর্নো প্রদেশের চিবক এলাকা থেকে তিন শ’য়েরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারামের সদস্যরা। দেশটির বিভিন্ন কারাগারে বন্দী দলটির সদস্যদের না ছাড়লে ওই ছাত্রীদের ছাড়া হবে না বলে ভিডিওবার্তায় জানানো হয়েছে।

তবে দেশটির সরকার সংগঠনটির এ দাবি অগ্রাহ্য করে তাদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ ক্ষেত্রে নাইজেরিয়ার সরকারকে সাহায্য করছে।

(এইচআর/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test