E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মনমোহনের মুখ বাঁচাচ্ছেন সোনিয়া

২০১৪ মে ১৫ ১১:৪৯:০৩
মনমোহনের মুখ বাঁচাচ্ছেন সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : বুথ ফেরত সমীক্ষার পর সম্ভাব্য হারের দায় থেকে গান্ধী পরিবারকে বাঁচাতে মঙ্গলবার থেকে সক্রিয় হয়েছিল দল৷ আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে 'স্কেপগোট' করার অভিযোগ তুলেছিল বিজেপি৷ দলীয় কোন্দল এ ভাবে প্রকাশ্যে আসার পর ভাবমূর্তি রক্ষা করতে ময়দানে নামলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী৷ দলের নেতাদের প্রতি তাঁর বার্তা, ব্যর্থতার দায় সকলকে মিলিতভাবে নিতে হবে আর প্রধানমন্ত্রীকে সমালোচনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব দলেরই৷

বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে, ১০ বছর ক্ষমতায় থাকার পর সবচেয়ে খারাপ ফলের সম্মুখীন হতে পারে কংগ্রেস৷ এর পরই দলের প্রচারের দায়িত্বে থাকা রাহুল গান্ধীকে সমালোচনার হাত থেকে বাঁচাতে ময়দানে নামেন কংগ্রেসের একাধিক নেতা৷ কংগ্রেস নেতা কমলনাথের কথায়, 'সরকারের কাজের ভিত্তিতেই নির্বাচনের ফল হবে এবং রাহুল গান্ধী কোনও ভাবেই সরকারের অংশ নন৷' বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর অভিযোগ তুলেছিলেন, 'খারাপ সময় অন্যের ঘাড়ে দোষ চাপানো এবং সাফল্যের কৃতিত্ব কংগ্রেসের সভানেত্রী ও সহ-সভাপতিকে দেওয়াই কংগ্রেসের মন্ত্র৷'

শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়তে চলেছেন মনমোহন সিং৷ সূত্রের খবর, দলের অন্দরে ও বাইরে সমালোচনা এড়াতেই সনিয়া গান্ধীর নির্দেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দলের তরফে একটি বিবৃতি দেওয়া হয় মঙ্গলবার৷ বুধবার বিদায়ী প্রধানমন্ত্রীর জন্য নৈশভোজের আয়োজনও করেছেন সনিয়া নিজেই৷ এ দিন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, 'ডঃ সিং তাঁর উপর ন্যস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন৷ ব্যক্তিগতভাবে তাঁর ভারসাম্য বজায় রেখে চলা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেশকে খারাপ সময়েও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে৷ তাঁর জন্যই গত ১০ বছরে দেশ অনেক সম্মান লাভ করেছে৷'

নির্বাচনী প্রচার চলাকালীনও কংগ্রেসেরই অনেক নেতা মনমোহনের বিরুদ্ধে দুর্বল নেতৃত্বের অভিযোগ এনেছেন৷ এখন তাঁদেরই বক্তব্য, সনিয়া গান্ধী ও মনমোহনের মধ্যে কাজের স্পষ্ট বিভাজন ছিল৷ তাঁদের দু'জনের মধ্যে বিরোধ রটনা ছাড়া আর কিছুই নয়৷

(ওএস/এইচ/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test