E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রিসে ‘না’ ভোট এগিয়ে

২০১৫ জুলাই ০৬ ০৯:১৬:৩৫
গ্রিসে ‘না’ ভোট এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য গ্রিসে গণভোট অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ ভোটে এগিয়ে রয়েছে ‘না’ ভোট। ভোট গ্রহণ শেষে প্রকাশিত তাৎক্ষণিক মতামত জরিপ থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। দেশটিতে গণভোটের বিষয় ছিল অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেয়া হবে কি, হবে না।

 

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। সর্বশেষ খবর অনুযায়ী গণনা হওয়া ৫০ শতাংশ ভোটের মধ্যে ৬২ শতাংশ ‘না’ এবং ৩৮ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। ইতিমধ্যে জয় উদযাপন করতে দেশটির পার্লামেন্ট ভবনের সিনদাগমা স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

বিবিসির খবরে বলা হয়, ভোটগ্রহণ শেষে এখনো ফল প্রকাশিত হয়নি। কয়েক ঘণ্টা পর আজকেই আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। এর আগে জনগণকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ‘না’ ভোটের জয়ের অর্থ হলো দাতাদের শর্ত মেনে ঋণ সহায়তা (বেইল আউট) নেয়ার বিরুদ্ধে গ্রিসের নাগরিকরা।

ঋণদাতাদের দেয়া কঠোর কৃচ্ছ্র সাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) গ্রহণ করা হবে কি-না গণভোটে বিবেচ্য ছিল সেটিই। ‘না’-এর উত্তর সেই প্রস্তাব প্রত্যাখ্যান। তবে সেই প্রত্যাখ্যানের ফল হয়তো ইউরোজোন (অর্থাৎ যেসব দেশে ইউরো প্রচলিত) থেকেই গ্রিসের বিদায়।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আইএমএফ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ইউরোর ‍ঋণ নেয় গ্রিস। এই অর্থ দিয়ে চলতে থাকে দেশটি। এ সময়ে পেনশন, বেতন ও সরকারি সেবায় কাটছাঁট হয় গ্রিসে।

(ওএ/এএস/জুলাই ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test