E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লন্ডনে পাতাল রেলে ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

২০১৫ জুলাই ০৮ ১৪:৩২:৩৪
লন্ডনে পাতাল রেলে ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে পাতাল রেলে আজ বুধবার ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বার্তা সংস্থা এএফপির খবরে আজ এ কথা জানানো হয়।

বেতন বাড়ানোর দাবি ও আগামী সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিনও সারা রাত পাতাল রেল চালু রাখার পরিকল্পনার প্রতিবাদে প্রায় ২০ হাজার কর্মী এই ধর্মঘটে গেছেন।

ধর্মঘটের কারণে পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল ব্যবস্থায় চূড়ান্ত বিপর্যয় দেখা দেয়। পাতাল ট্রেনে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেকে এই ধর্মঘটের বিষয়ে জানতেন না। স্টেশনে এসে দেখেন, ‘টিউব সার্ভিস বন্ধ’।

ধর্মঘটে যাওয়া কর্মীদের অভিযোগ, তাঁদের চারটি আলাদা সংগঠন রয়েছে। এসব সংগঠনের নেতাদের কাছে তাঁরা নিজেদের দাবির বিষয়ে বারবার ধরনা দিলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা দাবি আদায়ে ধর্মঘটে গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, ২০০২ সালের পর পাতাল রেলের সেবায় এটিই সবচেয়ে বাজে পরিস্থিতি।

লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্মীদের দাবির ব্যাপারে কোনো কর্তৃপক্ষই সাড়া দেয়নি। শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছে।

সংগঠনের নেতারা আজকের এই বিপর্যয়ের জন্য লন্ডন পাতাল পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করছে। এসলেফ ইউনিয়নের টিউব সংগঠক ফেন ব্রেনান বলেন, এই ধর্মঘটের দায় লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test