E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন মোদি

২০১৫ জুলাই ১০ ১২:২৭:৫০
নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :আজ রাশিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকালই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে এ কথা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, 'এটা নিশ্চিত। শুক্রৱার সাংঘাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে উফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'

ইতিমধ্যেই পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খালিলুল্লাহ জানিয়েছেন, এই বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, 'ভারত বৈঠকের আহ্বান জানিয়েছিল, পাকিস্তান তাতে সম্মতি জানিয়েছে।'

গত বছর কাঠমান্ডুতে সার্ক সম্মেলন চলাকালীন মুখোমুখি হয়েছিলেন মোদি ও শরিফ। কিন্তু সেই সময় সৌজন্য বিনিময়তেই তা সীমাবদ্ধ ছিল। ২০১৪ সালে ২৬ মে প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণের সময় তাঁদের মধ্যে শেষ বৈঠক হয়। এরপর, বিভিন্ন ইস্যুতে তিক্ত হয়েছিল দুই দেশের সম্পর্ক। আজকের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে আন্তর্জাতিকমহলের একাংশের ধারণা। আলোচনায় উঠে আসতে পারে লখভি প্রসঙ্গও।


(ওএস/এসসি/জুলাই১০,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test