E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রিসে শপথ নিয়েছেন নতুন মন্ত্রীরা

২০১৫ জুলাই ১৯ ১৫:৩৮:৩৭
গ্রিসে শপথ নিয়েছেন নতুন মন্ত্রীরা

অার্ন্তজাতিক ডেস্ক : গ্রিসে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা গতকাল শনিবার শপথ নিয়েছেন ।  এর আগে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে (বেইলআউট) তৃতীয় দফা শর্তযুক্ত ঋণ নেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় গত শুক্রবার কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা যায়, শ্রম মন্ত্রণালয় ছেড়ে জ্বালানীমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পানোস শুর্লেটিস। এর আগে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পানাগিওতিস লাফাজানিস। তাঁকে শুক্রবার সরিয়ে দেওয়া হয় ওই দায়িত্ব থেকে। এ ছাড়া সরিয়ে দেওয়া দুই প্রতিমন্ত্রীর জায়গায় নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে দুইজনকে। তারাও শপথ নিয়েছেন গতকাল।

কর বৃদ্ধি, কৃচ্ছ্রসাধন, পেনশনে কাটছাঁটসহ ঋণদাতাদের দেওয়া বিভিন্ন শর্ত মেনে নিয়ে গ্রিসের ঋণ নেওয়ার বিষয়ে গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়। সিপ্রাসের ওই আপোষকামী প্রস্তাব পার্লামেন্টে পাস হলেও এর বিপক্ষে অবস্থান নেন তার দল সিরিজা পার্টির ৩৯ সদস্য। এ ঘটনায় ক্ষুব্ধ সিপ্রাস দলের ওই সদস্যদের পরিবর্তে জোটভুক্ত অন্য দলগুলোর নেতাদের সরকারে জায়গা দেওয়ার কথা বলেছেন।

সম্প্রতি কৃচ্ছ্রসাধন নীতির বিরোধিতা করে ক্ষমতায় আসা সিরিজা পার্টির প্রধান সিপ্রাস প্রথমে এই নীতিতে অটল ছিলেন। ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যানের মতো সাহসও দেখান তিনি। এমনকি বিষয়টি নিয়ে গ্রিকদের মত জানতে গণভোটের আয়োজন করেন। গণভোটে গ্রিকরা ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যান করলেও ঋণদাতাদের কঠোর অবস্থানের কারণে পাল্টে যায় পরিস্থিতি। তারল্য সংকট ও ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার হুমকির মুখে ঋণদাতাদের সব শর্ত মেনে নেন সিপ্রাস। তবে সিরিজা পার্টির অনেক সদস্যই তা মেনে নেননি।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, গ্রিসকে নতুন করে আট হাজার ৬০০ কোটি ইউরো ঋণ দেবে ইউরোজোন। এর ফলে বিশেষ বেসরকারি তহবিলে স্থানান্তর করা হবে দেশটির সরকারি সম্পদের পাঁচ হাজার কোটি ইউরো।



(ওএস/এসসি/জুলাই১৯,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test