E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে যুক্তরাজ্য’

২০১৫ জুলাই ১৯ ১৯:২৫:০৯
‘আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে যুক্তরাজ্য’

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে আরো বেশি সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

রবিবার এক সাক্ষাৎকারে ক্যামেরন এ আগ্রহের কথা জানান।

যুক্তরাজ্য ইরাকে আইএস জঙ্গিদের ওপর নিয়মিত বিমান হামলা চালিয়ে আসলেও সিরিয়ায় কেবল গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আইএস এর ওপর নজরদারি অভিযান চালিয়ে আসছে।

২০১৩ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর ওপর সামরিক অভিযান চালানোর জন্য পার্লামেন্টের অনুমতি পাননি ক্যামেরন। কিন্তু ব্রিটেনের এখন সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে অভিযানে যোগ দেয়া উচিত কিনা এ প্রশ্ন বিবেচনার জন্য আইন প্রণেতাদের সামনে উপস্থাপন করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এনবিসি নেটওয়ার্কে ক্যামেরন বলেন, “আমি চাই ব্রিটেন আরো বেশি কিছু করুক। আমি সবসময়ই চাই পার্লামেন্ট আমার সাথে থাকুক।”

তিনি বলেন, “আরো বেশি কিছু কি করা যায় তা নিয়ে আমরা এ মুহূর্তে বিরোধীদলগুলোর সাথে আলোচনা করছি। কিন্তু সন্দেহাতীতভাবেই আমরা দুই দেশেই আইএস এর ঘোষিত খিলাফত ধ্বংস করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সরকারি কয়েকটি সূত্র বলছে, সিরিয়ায় বোমা হামলা চালানোর জন্য নতুন করে পার্লামেন্টে ভোটাভুটির জন্য ক্যামেরন অপেক্ষায় আছেন। বিরোধীদল লেবার পার্টি সেপ্টেম্বরে দলের নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন বলেই মনে করা হচ্ছে।

(ওএস/পিএস/জুলাই ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test