E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে ২০১৪ সালে ৫,৬৫০ কৃষকের আত্মহত্যা

২০১৫ জুলাই ১৯ ২০:০৬:৫৮
ভারতে ২০১৪ সালে ৫,৬৫০ কৃষকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২০১৪ সালে মোট ৫,৬৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী কৃষকদের অধিকাংশই মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের।

দেশটির কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত ‘ভারতে ২০১৪ সালে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা’ শীর্ষক প্রতিবেদনে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।

আত্মহত্যাকারী কৃষকদের মধ্যে ৫,১৭৮ জন পুরুষ ও ৪৭২ জন নারী।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালে আত্মহত্যাকারী মোট কৃষকের ৪৫.৫ ভাগই মহারাষ্ট্রের। প্রদেশটিতে ২,৫৬৮ জন কৃষক গেল বছর আত্মহত্যা করেছেন। তেলেঙ্গানায় আত্মহত্যা করেছেন ৮৯৮ জন, মধ্যপ্রদেশে ৮২৬ জন কৃষক বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।

দেশটিতে আত্মহত্যাকারী নারী কৃষকদের মধ্যে ৩১.১ ভাগই তেলেঙ্গানা রাজ্যের। মধ্যপ্রদেশে ২৯.২ শতাংশ এবং মহারাষ্ট্রে ১৪.১ শতাংশ।

ব্যাংক থেকে নেয়া ঋণ শোধ করতে না পারা এবং পারিবারিক কলহ এসব আত্মহত্যার অন্যতম কারণ।

পাশাপাশি ফসল নষ্ট হয়ে যাওয়া ও অসুস্থতার কারণেও অনেক কৃষক আত্মহত্যা করেছেন।

আত্মহত্যাকারী ৬৫.৭৫ ভাগের বয়সই ৩০ থেকে ৬০ বছরের মধ্যে।

ভারতে ২০১৪ সালে প্রতি ঘণ্টায় ১৫ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। ২০১৪ সালে দেশটিতে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৬ জন আত্মহত্যা করেছেন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৭৯৯ জন।

অর্থাৎ ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে আত্মহত্যাকারীর সংখ্যা কমেছে।

দেশটিতে সবচেয়ে বেশি ব্যক্তি আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে। ২০১৪ সালে রাজ্যটিতে মোট ১৬ হাজার ৩০৭ জন আত্মহত্যা করেছেন। তামিলনাডুতে এই সংখ্যা ১৬ হাজার ১২২ জন এবং পশ্চিমবঙ্গে ১৪ হাজার ৩১০ জন।

(ওএস/পিএস/জুলাই ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test