E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউএইতে ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক ঘোষণা শাস্তিযোগ্য অপরাধ

২০১৫ জুলাই ২১ ২০:৪৪:৪৪
ইউএইতে ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক ঘোষণা শাস্তিযোগ্য অপরাধ

আর্ন্তজাতিক ডেস্ক :অন্য ধর্মাবলম্বীদের ‘নাস্তিক’ বা ‘অবিশ্বাসী’ হিসেবে ফতোয়া দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোসনা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।একই সঙ্গে ধর্মের নামে অসহিষনুতা বা ঘৃণা ছড়ানো, ধর্মকে অসম্মান করাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে।

সোমবার দেশটি নতুন এই আইন চালু করেছে বলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে ঘোষনা দেওয়া হয়েছে। এই ধরনের অপরাধের জন্য ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২ মিলিয়ন দিরহাম জরিমানারও বিধান করা হয়েছে।

আরব দেশগুলোতে চরমপন্থী ইসলামিক সংগঠন বিশেষ করে ইসলামিক স্টেট এর কার্যক্রমের বিস্তৃতির পরিপ্রেক্ষিতে এই আইন প্রবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

আইনে ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের কারনে কোনো ধরনের বৈষম্যমূলক আচরনকেও অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

(ওএস/এসসি/জুলাই২১,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test