E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএস ঠেকাতে যুক্তরাষ্ট্র-তুরস্ক ঐক্যমত

২০১৫ জুলাই ২৪ ১২:৩৬:৫৮
আইএস ঠেকাতে যুক্তরাষ্ট্র-তুরস্ক ঐক্যমত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া-তুর্কি সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য তুরস্ককে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রেসিডেন্ট এ বিষয়টি নিয়ে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন।

আইএস যখন সিরিয়া ও তুরস্কের সীমান্ত নিয়ন্ত্রণ করছে তখন দুই নেতা সেখানকার নিরাপত্তা জোরদারের বিষয়ে একমত হলেন। এ বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ ব্যাপারে একটি সমঝোতায় উপনীত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত অঞ্চলে আইএস সন্ত্রাসীদের ব্যাপক অনুপ্রবেশ বন্ধে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার পরিকল্পনা করছে।

তুরস্কে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হওয়ার দু’দিন পর ওবামা ও এরদোগান এ সিদ্ধান্তে পৌঁছালেন।

আইএস তুরস্কে ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

(ওএস/এলপিবি/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test