E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিবিয়ায় নৌকা ডুবিঃ নিহত অন্তত ১০

২০১৫ জুলাই ২৪ ১৩:০৩:৫৯
লিবিয়ায় নৌকা ডুবিঃ নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার লিবিয়ার উপকূলে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০ জন মারা গেছে। তবে উদ্ধার হওয়ার অভিবাসীদের দাবি, অন্তত ৩৫ থেকে ৪০ জন নিহত হয়েছে।

ওই নৌকায় করে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। ছোট নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক গাদাগাদি করে রওনা হয়েছিল।

নৌকার আরোহীদের বেশিরভাগই সোমালিয়া, ইরিত্রিয়া, বেনিন, মালিসহ সাব সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছিল।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'র এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪০ এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে ইতালির সিসিলি দ্বীপের সরকারি আইনজীবী ফ্রান্সেসকো পাওলো গির্দিনো জানান, নিহতের সংখ্যা এক ডজনে পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, 'আমি এখন পর্যন্ত জানতে পেরেছি ওই নৌকাটিতে ১০০ জনের মতো অভিবাসী ছিল। নৌকাটি উল্টে যাওয়ার পর প্রায় ৮৫ জনকে উদ্ধার করা হয়। অন্যরা সাগরে নিখোঁজ রয়েছে। তবে উদ্ধারকৃতরা জানিয়েছে তাদের ৩৫ থেকে ৪০ জনের মতো সঙ্গী এখনও নিখোঁজ আছে।

ইতালির দৈনিক পত্রিকা লা রেপুবলিকা জানায়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূল থেকে তিনটি ডিঙ্গি নৌকা রওনা হয়েছিল। এরমধ্যে ১২০ জনের মতো লোক বহনকারী একটি নৌকা অতিরিক্ত ওজনের কারণে ডুবে যায়। কাছেই থাকা একটি বাণিজ্যিক জাহাজ ও পরে জার্মানির নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।

(ওএস/এলপিবি/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test