E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মমতাকে প্রাণনাশের হুমকি

২০১৫ জুলাই ২৬ ১১:৪৯:০২
মমতাকে প্রাণনাশের হুমকি

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাওয়ার আগে প্রাণনাশের হুমকি পেলেন ৷এর পরই উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস শনিবার পুলিশ কমিশনারের কাছে এফআইআর দায়ের করেছে৷ তবে শুধু এদিন নয়, জানা গিয়েছে, ৯ জুলাইও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল৷

সূত্রের খবর, লন্ডন যাওয়ার সময় যতই এগিয়ে আসছে ততই টেলিফোন এবং ই মেলের মাধ্যমে হুমকিগুলি চড়া হচ্ছে একটি মার্কিন মোবাইল নম্বর এবং‌ ‘নারায়ণ এস ডি’ নামক এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই মেল আইডি থেকে।

হুমকিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘জিহাদি দিদি’ হিসাবে সম্বোধন করে রাজ্যে বিনিয়োগ বন্ধ করার ডাক। সঙ্গে অসংখ্য সমার্থক পোস্টার৷

জানা গিয়েছে, ৯ জুলাই প্রথমে তৃণমূল সাংসদ সুব্রত বক্সী এবং তার কিছু ক্ষণ পর রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন একই নম্বর থেকে তাঁদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন পান। পরে খোঁজ করে দেখা যায়, যে নম্বরটি থেকে ফোন দু’টি করা হয় সেটি আমেরিকার নিউ জার্সি অঞ্চলের নম্বর।

ওই অজ্ঞাতপরিতয় ব্যক্তির অভিযোগ, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিহাদিদের প্রশ্রয় দিচ্ছেন। নারীপাচারের স্বর্গ হয়ে উঠেছে রাজ্য।এই ঘটনার পরই শুধু মুখ্যমন্ত্রী নয়, কয়েক জন তৃণমূল নেতার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে।


(ওএস/এসসি/জুলাই২৬,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test