E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওবামা এখন দাদাবাড়িতে

২০১৫ জুলাই ২৬ ১৪:৪৫:০০
ওবামা এখন দাদাবাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা দাদাবাড়ি কেনিয়া সফরে বেশ ব্যস্ত দিন কাটিয়েছেন। শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেই প্রয়োজনীয় বৈঠকের পর স্বজনদের সঙ্গেও সময় কাটান তিনি। প্রসিডেন্ট হিসেবে ওবামার এটাই পিতৃভূমিতে প্রথম সফর। এর আগে ২০০৬ সালে সিনেটে থাকাকালে কেনিয়া সফর করেন ওবামা। সূত্র: বিবিসি, ডেইলি মেইল, এএফপি

কেনিয়াবাসী ওবামার এই সফরকে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ বলে আখ্যায়িত করেছে। ওবামাকে বিমানবন্দরে স্বাগত জানাতে রাষ্ট্রীয় প্রটোকলের বাইরেও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নাইরোবিতে বিমানবন্দরে পৌঁছানোর পর তার সৎ বোন উমা তাকে জড়িয়ে ধরেন। এরপর তিনি সেখান থেকে রাষ্ট্রীয় অতিথিশালায় যান। সেখানে দাদি সারাহসহ আত্মীয়স্বজনদের সঙ্গে নৈশভোজে মিলিত হন।

শনিবার ওবামা নাইরোবিতে ব্যবসায়ীদের একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। এর আগে তিনি কেনিয়ার ব্যবসায়ী সম্প্রদায়কে ‘উদ্যমী’ উল্লেখ করে তাদের প্রশংসা করেন। এছাড়া প্রসিডেন্ট কেনিয়ার সঙ্গে দেশটির নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। ওবামার সফরকে কেন্দ্র করে নাইরোবিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাইরোবিতে ১০ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। প্রধান প্রধান সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এবং মার্কিন সামরিক বিমান আকাশে চক্কর দিচ্ছে।কেনিয়া সফরের পর ওবামা ইথিওপিয়া যাবেন। সেখানে তিনি প্রথম মার্কিন নেতা হিসেবে আফ্রিকান ইউনিয়নে ভাষণ দেবেন।

(ওএস/এলপিবি/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test