E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের থানায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় নিহত ৯

২০১৫ জুলাই ২৭ ১২:৩৩:৪৯
ভারতের থানায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে পাঞ্জাব রাজ্যের এক পুলিশ স্টেশনে সোমবার সকালে হামলা চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। তাদের হামলায় পুলিশসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হামলাকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা।

এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেনাবাহিনীর পোশাকে তিন থেকে চার সন্ত্রাসী জম্মুর হিরানগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারা একটি সাদা মারুতি গাড়ি ছিনতাই করে পাঞ্জাবের গুরদাসপুরের দীনানগর পৌঁছায় এবং পুলিশ স্টেশনে ঢুকে গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যা করে। এ সময় ওই পুলিশ স্টেশনে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য ছিলেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাবের নিরাপত্তা বাহিনী। তারা গোটা এলাকা ঘিরে রেখেছে।

থানায় হামলা চালানোর আগে সন্ত্রাসীরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এতে সাত যাত্রী আহত হয়েছে। তবে নিহত চার বেসামরিক বাসযাত্রী কী-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর কাশ্মীর সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

পুলিশ স্টেশন দখলে নেওয়া সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। এর জের ধরে গুরুদাসপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে পাঞ্জাবের দীনানগর রেল স্টেশনের রেললাইন থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটি জানিয়েছে, গুরুদাসপুরের ওই পুলিশ স্টেশনটি পাক সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত এবং হামলাকারীরা পাকিস্তানের নারওয়াল এলাকা থেকে এসেছে।

(ওএস/এসসি/জুলাই২৭,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test