E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনের কয়লা খনি থেকে ৬ খনি শ্রমিক উদ্ধার

২০১৫ জুলাই ২৮ ১৩:১৯:২৬
চীনের কয়লা খনি থেকে ৬ খনি শ্রমিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার চীনে বন্যা কবলিত একটি কয়লা খনি থেকে ছয় খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে বন্যায় তাদের কমপক্ষে চার সহকর্মীর মৃত্যুর এক সপ্তাহ পর এ ছয়জনকে উদ্ধার করা হলো। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়।

চীনের উত্তরাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের হেগাংয়ে ওই কয়লা খনিতে এখনো আরো পাঁচজন আটকা রয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত ২০ জুলাই এ কয়লা খনিতে পানি জমায় সেখানে ২০ খনি শ্রমিক আটকা পড়ে। উদ্ধারকর্মীরা সোমবার ভোরে এসব খনি শ্রমিককে সেখান থেকে বের করে আনা শুরু করে এবং উদ্ধারের বিভিন্ন ছবি অনলাইনে দেয়া হয়েছে। এসব ছবিতে দেখা যায়, তাদেরকে কাপড় দিয়ে জড়িয়ে একটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।দুর্যোগপূর্ণ আবহাওয়া এ দুর্ঘটনার কারণ বলে তদন্ত কর্মকর্তারা জানান।

সিনহুয়ার খবরে আরো বলা হয়, প্রায় সাতদিন ধরে এ কয়লা খনিতে আটকা থাকা অপর পাঁচ খনি শ্রমিকের সন্ধানে উদ্ধার কর্মীরা অভিযান অব্যাহত রেখেছে।

বার্তা সংস্থা জানায়, ব্যক্তি মালিকানাধীন জুজিয়াং নামের ওই কয়লা খনির বার্ষিক উৎপাদন ক্ষমতা দেড় লাখ মেট্রিক টন।

উল্লেখ্য, গত বছর চীনে বিভিন্ন কয়লা খনিতে দুর্ঘটনায় ৯৩১ জনের মৃত্যু ঘটে।

(ওএস/এলপিবি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test