E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামেশ্বরেই চির নিদ্রায় শায়িত হবেন আবদুল কালাম

২০১৫ জুলাই ২৮ ১৪:৪৪:৪৯
রামেশ্বরেই চির নিদ্রায় শায়িত হবেন আবদুল কালাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামকে তার জন্মস্থান রামেশ্বরেই দাফন করা হবে। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে সেখানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে।

তবে তার লাশ কখন রামেশ্বরে পাঠানো হবে তা সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের নাতি এ পি জে এম কে শেখ সালীম বলেছেন, ড. কালামের বাড়িতে অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও সাধারণ মানুষ জড়ো হয়েছেন।

স্থানীয় প্রশাসন মনে করছে, প্রয়াত এ বিজ্ঞানীর দাফন অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম হবে।

প্রসঙ্গত, ১৯৩১ সালের ১৫ অক্টোবর বর্তমান তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ড. কালাম।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test