E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালেয়াশিয়ার উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ও অ্যাটর্নি জেনারেল আবদুল গনি বরখাস্ত

২০১৫ জুলাই ২৮ ১৭:২৭:৪০
মালেয়াশিয়ার উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ও অ্যাটর্নি জেনারেল আবদুল গনি বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক অব্যাহত আর্থিক কেলেংকারির জের ধরে তার উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করেছেন।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল নিয়ে প্রধানমন্ত্রী রাজ্জাকের সমালোচনা করেছিলেন মুহিউদ্দিন। নাজিব রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ান এমডিবি) থেকে ৭০ কোটি মার্কিন ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন।

অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইলকেও বরখাস্ত করা হয়েছে। তিনি রাজ্জাকের এ আর্থিক কেলেংকারির তদন্ত করছিলেন। সরকারি বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

টেলিভিশনে উপ-প্রধানমন্ত্রীর বরখাস্তের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে বলে বেড়ানোর কথা নয়। এটি সরকারের সমন্বিত দায়িত্বের যে ধারণা তার বিরুদ্ধে যায়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি মুহিউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

(ওএস/এলপিবি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test