E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাকিস্তানে লস্কর-ই-জাংভি নেতা নিহত

২০১৫ জুলাই ২৯ ১৩:১১:৩৫
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাকিস্তানে লস্কর-ই-জাংভি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি নেতা মালিক ইসহাক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই ঘটনায় তার দুই ছেলে উসমান ও হক নিয়াজসহ  ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মুজাফফর জেলায় এই ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকযুদ্ধের সময় ছয়জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে ইসহাক ও তার ছেলেদের গ্রেফতার করেছিল ‘কাউন্টার টেরিরজম ডিপার্টমেন্ট’। ত দেরকে ব্যাপক জিজ্ঞাসবাদ করা হয়। তাদের কয়েকবার অস্ত্র উদ্ধারে পাঞ্জাবের মুজাফফরগড়ের শাওয়ালায় নিয়ে যাওয়া হয়েছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসহাককে ছাড়িয়ে নিতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে গুলি বিনিময়ের সময় তিনি ও তার ছেলেরা নিহত হন।

লস্কর-ই-জাংভিকে পাকিস্তানের সবচেয়ে উগ্রবাদী সুন্নি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করা হয়। ১৯৯০ সালে উত্থানের পর থেকে শত শত শিয়া মুসলিমকে হত্যার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। সংগঠনটির আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলেও মনে করা হয়।

(ওএস/এসসি/জুলাই২৯,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test