E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কায়রোর ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২৫

২০১৫ জুলাই ২৯ ১৬:৪২:৩১
কায়রোর ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার কায়রোর উত্তরাঞ্চলে একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে কমপক্ষে ২৫ জন মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দেল গাফফার জানান, রাজধানীর উপকণ্ঠে আল-হেলউ নামের ফার্নিচার কারখানায় আগুনে ২২ জনেরও বেশী কর্মী দগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তিনতলা বিশিষ্ট এ কারখানা ও এর গুদাম ঘরে আগুন ধরে যায়।

নিরাপত্তা কর্মকর্তারা আরো জানান, একইদিন ভূ-মধ্যসাগরীয় আলেকজান্দ্রিয়ার কাছের একটি শহরের সুপারমার্কেটে পৃথক আগুন লাগার ঘটনায় ১২ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ২৩টি ট্রাক কাজ করে।

উল্লেখ্য, মিশরে প্রায় এ ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিম্নমানের ভবন নির্মাণ এবং শিল্প নিরাপত্তা আইন মেনে না চলার কারণে এ ধরণের ঘটনা ঘটছে।

(ওএস/এলপিবি/জুলাই ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test