E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালয়েশীয় বিমানের সন্ধানে বৃহত্তম তল্লাশি অভিযান শুরু

২০১৪ এপ্রিল ০৫ ১৬:৫৩:৫৩
মালয়েশীয় বিমানের সন্ধানে বৃহত্তম তল্লাশি অভিযান শুরু

আন্তজার্তিক ডেস্ক : নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির অনুসন্ধানে ভারত মহাসাগরে ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার থেকে এ অভিযান শুরু হয়েছে।

তল্লাশিতে এবারের লক্ষ্য বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করা। তদন্তকারীরা ধারণা করছেন, মালয়েশিয়ার বিমানটি এখানেই বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ১০টি সামরিক বিমান, তিনটি বেসামরিক বিমান ও ১১টি জাহাজ দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান করা হবে।

নিখোঁজ বিমানটি অনুসন্ধানে অস্ট্রেলিয়ান সংস্থার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান অ্যানগাস হিউজটন জানান, ছয় সপ্তাহের মধ্যে আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই, তারপরও আমরা তল্লাশি অব্যাহত রাখব। বিমানের অনেক কিছু থাকে, সেগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে। আমি মনে করি, নিশ্চয় কিছু পাওয়া যাবে। যার ফলে আমরা নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করতে পারব।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি বলে মনে করছে কর্তৃপক্ষ। তারা বলছে, বিমানটির রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ অন্যান্য প্রমাণ বলছে, ফ্লাইট এমএইচ৩৭০ উদ্দেশ্যমূলকভাবে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নির্ধারিত পথের চেয়ে হাজার হাজার কিলোমিটার দূর দিয়ে যাচ্ছিল।

প্রসঙ্গত, গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ বিমানটির রহস্যের কূল-কিনারা না হওয়ায় ব্যাপক সমালোচনা ও চাপের মুখে আছে মালয়েশিয়া।

অন্যদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত ও প্রয়োজনীয় তথ্য মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের জানাচ্ছে না।

(ওএস/এটি/ এপ্রিল ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test