E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফগানিস্তানে শান্তিপূর্ণ ভোট

২০১৪ এপ্রিল ০৬ ১০:৩০:৫৯
আফগানিস্তানে শান্তিপূর্ণ ভোট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে শনিবার আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে শেষ হয়েছে৷ দক্ষিণে কালাত শহরের এক ভোটকেন্দ্র থেকে ফেরার সময় বোমা বিস্ফোরণে দুই পুলিশকর্মী নিহত এবং দু'জন আহত হয়েছেন৷ দক্ষিণ-পূর্বের লোগার প্রদেশে এক ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন৷ তালিবানের হুমকি উপেক্ষা করে বহু মানুষ দলে দলে ভোট দিয়েছেন৷ ভোটদানের হার অবশ্য এখনও পাওয়া যায়নি৷

কাবুলে বৃষ্টি হওয়া সত্ত্বেও হাজি রামজান ভোটারদের লাইনে দাঁড়িয়ে বললেন, 'ভোট দেওয়া থেকে কেউ আমায় রুখতে পারবে না৷ এটা আমার গণতান্ত্রিক অধিকার৷'

শনিবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ভোটে অনিয়ম সংক্রান্ত ২০০টি অভিযোগ এসেছে৷ এক কোটি কুড়ি লক্ষ ভোটারের সুরক্ষার জন্য সাড়ে তিন লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ নির্বাচনের আগের দিনই একজন বিদেশি চিত্রসাংবাদিক নিহত এবং একজন সাংবাদিক আহত হন৷

নির্বাচনের ময়দানে আটজন প্রার্থী থাকলেও, বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি হওয়ার লড়াই সীমাবদ্ধ তিনজনের মধ্যে৷ এরা হলেন আশরাফ গণি আহমেদজাই, আবদুল্লা আবদুল্লা এবং জলমাই রসুল৷ যদি কোনও প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পান, তা হলে সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থী আবার মুখোমুখি হবেন ২৮ মে৷

(ওএস/এইচ/এপ্রিল ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test