E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের নতুন সরকার শপথগ্রহণ করেছে

২০১৪ মে ২৬ ২১:১৭:১০
ভারতের নতুন সরকার শপথগ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‍আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উপস্থিতিতে এ শপথ বাক্য পাঠ করেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির জনপ্রতিনিধিরা।

প্রথমে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শপথবাক্য পাঠ করেন মোদী। তারপর একে একে শপথ নেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, নিতিন গড়করি, সদানন্দ গৌড়া, উমা ভারতী, নাজমা হেপতুল্লা, গোপীনাথ মুন্ডে, রামবিলাস পশ্বন, কালরাজ মিশ্র, মানেকা গান্ধী, অনাথ কুমার, রবি শঙ্কর প্রসাদ, অশোক গজপতি রাজু, অনন্ত গীতে, হরসিমরাত কৌড় বাদল, নরেন্দ্র সিং তোমার, জুয়াল ওরাম, রাধা মহন সিং, থৌওড়োচন্দ গেহলত, স্মৃতি ইরানী, হর্ষবর্ধন।

এইকসঙ্গে শপথ নেন ভি কে সিং, রাও ইন্দ্রজিৎ সিং, সন্তোষ কুমার, শ্রিপদ নায়েক, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোবাল, প্রকাশ জাবাদেকার, পীযূষ গোয়াল, নির্মলা সীতারমন, মনোজ সিনহা, নিহাল চন্দ, উপেন্দ্র কুশ্বাহা, পোন রাধাকৃষ্ণ, কিরণ রিজিজু, সঞ্জয় বালিয়ান, রাওসাহেব দানবে, জিতেন্দ্র সিং, মাসুক ভাই বাসাবা, বিষ্ণু দেব সাই এবং সুদর্শন ভগৎ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও রাজনীতিকরা। এছাড়া, উপস্থিত ছিলেন রুপালি পর্দার কলাকুশলীরাও।

(ওএস/অ/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test