E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভারতীয় নাগরিকদের সরাসরি এসএমএস-মেইল করবেন মোদী

২০১৫ ডিসেম্বর ২৮ ১০:০৪:০৪
ভারতীয় নাগরিকদের সরাসরি এসএমএস-মেইল করবেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক :রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় জানাতে ভারতীয়দের সরাসরি এসএমএস বা ই-মেইল করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনফরমেশন সার্ভিস।
 

গত বছর ঘোষণা করা ভারতের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগে ই-স্যামপার্ক নামের নতুন এই প্রকল্প যুক্ত করা হয়েছে। এই উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত যুক্ত থাকবেন ভারতের সরকারি কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার মানুষদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

এছাড়া ই-স্যামপার্কে যাতে সাধারণ ভারতীয়রাও যুক্ত হয়ে সরকারি বিভিন্ন তথ্য জানতে পারেন সে জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। যেখানে সাইন ইন করে প্রবেশ করতে হবে ভারতীয়দের।

ন্যাশনাল ইনফরমেশন সার্ভিসের দেওয়া সরকারি কর্মকর্তাদের ৮০ লাখ ই-মেইল অ্যাকাউন্ট ও এক কোটি মোবাইল নম্বর ই-স্যামপার্কের ডাটাবেইজে যুক্ত করা হয়েছে। তবে ই-স্যামপার্কের ডাটাবেইজে যুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য মন্ত্রণালয় থেকে ৪২ কোটি মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাকাউন্ট পাঠানো হয়েছে।

এর আগে ভারতের সাধারণ মানুষের কাছ থেকে দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সরাসরি জানতে নরেন্দ্র মোদী নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে দেশটির প্রধানমন্ত্রীর অফিস।


(ওএস/এস/ডিসেম্বর২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test