E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন : ডেনমার্ক আওয়ামী লীগ

২০১৫ ডিসেম্বর ২৯ ১৪:১৫:০৭
পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন : ডেনমার্ক আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুত বড়ুয়া আগামী ৩০ডিসেম্বর, ২০১৫ সারাদেশে পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শেখ হাসিনার আস্থা ও বিশ্বস্ত প্রাথীদের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক আওয়ামী লীগকে জয়যুক্ত করে আগামী দিনে উন্নয়নের ও আধুনিক বাংলাদেশের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। আওয়ামী লিগ মানেই উন্নয়ন, আওয়ামী লীগ শান্তি এই মূলমন্ত্র ধারণ করে আওয়ামী লীগকে আগামী দিনে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে সঙ্গী হতে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে , শহীদদের অপমান করে তাদের ভোট না দিয়ে বুঝিয়ে দিতে হবে এই বাংলায় স্বাধীনতা অপশক্তিদের কোন জায়গা হবে না।

বিবৃতিতে সম্মতি জানান বিবৃতিতে সম্মতি জানান সহসভাপতি আ ন ম আরিফ খালেক, জনাব ইকবাল মিঠু ,জামাল আহমেদ, সুমি দাশ, যুগ্ম-সম্পাদক জনাব সাব্বির আহমেদ মুন্সী, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, জনাব মোতালেব ভুইয়া, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া, আমির হোসেন ,আবু সাইদ রবিন, রেজাউল হক,কাউসার আহমেদ সুমন, রেজাউল করিম, বেলাল হোসেন রুমি ,তায়মুল শোয়েব ,হুমায়ুন কবির রানা, শাহ আলম, সেতু আহমেদ, কবির আহমেদ, শাহজালাল পিন্টু, খাদিজা খাতুন মিনি, কোহিনুর আখতার মুকুল, ডা. অমিত কুমার রায়, শামসুল আলম চৌধুরী, সাফিউল সাফী, আব্দুল্লাহ আল জাহিদ,আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, রাশেদুল হাসান রুবেল, সুমন দাশ, বদিউজাম্মান শান্ত, মাহফুজুর রহমান নয়ন এ কিউ এম হ্যাপী ,সবুজ মল্লিক, অধ্যাপক টুটুল, জামাল আহমেদ সোহাগ, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, পরাগ পারিয়াল, দীপঙ্কর পাল, সুজন সাহা, দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ , রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসানসহ আরো অনেকে। যুবলীগ ডেনমার্ক ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন এবং ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরু।

(এএইচ/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test