E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইস্তাম্বুলে ভারী তুষারপাতে শতাধিক ফ্লাইট বাতিল

২০১৫ ডিসেম্বর ৩১ ১৮:৪৫:৪২
ইস্তাম্বুলে ভারী তুষারপাতে শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে দু’টি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে শহরের স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলের বিমানবন্দর দু’টি থেকে কোনো প্লেন ওঠা-নামা করছে না বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। ভারী তুষারপাত অব্যাহত থাকলে শুক্রবারও এ দুই বিমানবন্দরে প্লেন ওঠা-নামা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দর আতাতুর্কে এ এয়ারলাইন্সের ২৬৫টি ও সাবিহা গোকসেন বিমানবন্দরে ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পেগাসাস এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test