E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুবাইয়ে ৬৩ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

২০১৬ জানুয়ারি ০১ ১০:৫৩:১৭
দুবাইয়ে ৬৩ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :  আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফার পাশে অবস্থিত ডাউনটাউন নামের একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল  ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ৬৩ তলা ওই ভবটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তার কারণ এখনো জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির ২০ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এটি ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভবনের ভেতর ও আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুবাই সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়েছে, এ ঘটনায় মোট ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং অপর একজন ভীড় ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। অন্যদের অবস্থা গুরুতর নয়।

নববর্ষ উপলক্ষে পাশের বুর্জ খলিফা ভবন থেকে মধ্যরাতে বিরাট আতশবাজি প্রদর্শণী শুরু হওয়ার কথা ছিল। ওই আতশবাজি দেখতে প্রায় ২০ লাখ লোকের জড়ো হওয়ার কথা ছিল। ডাউনটাউনে অগ্নিকাণ্ডের পরেও মধ্যরাতে আতশবাজি প্রদর্শণীর মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test