E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদিতে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০১৬ জানুয়ারি ০২ ১৫:২৮:২৯
সৌদিতে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক প্রভাবশালী শিয়া নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদেরকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।বিভিন্ন সন্ত্রাসী মামলায় তাদের প্রাণদণ্ড দেয় সৌদি আরবের আদালত।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় জড়িত ও পরিকল্পনার ঘটনায় ৪৭ জনের প্রাণদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরও রয়েছেন।

২০১১ সালে দেশটির শিয়া অধ্যুষিত পূ্র্বাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে নিমরকে এ বছরের অক্টোবরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১১- ১৩ সাল পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে কয়েকশ শিয়া নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে অনেককে আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতির প্রথম অংশে শিরশ্ছেদের যুক্তি তুলে ধরা হয়। পাশাপাশি কয়েকটি হামলা ফুটেজ দেওয়া হয়। এ বিষয়ে ভাষণ দেবেন সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখ।

শিয়া দেশ ইরান হুঁশিয়ারি করেছিল, নিমরকে শিরশ্ছেদ করা হলে সৌদি আরবকে চড়ামূল্য দিতে হবে।

এর আগে, ২০১৫ সালে বিভিন্ন অপরাধে ১৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি সরকার। মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া তথ্য মতে, দেশটিতে গত দুই দশকের মধ্যে গত বছরই শিরশ্ছেদের সংখ্যা সবচেয়ে বেশি। এর আগে ২০১৪ সালে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ১৯৯৫ সালে দেশটিতে সর্বোচ্চ ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, গতবছরে ইরান ও চীনের পর তৃতীয় দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ সৌদি আরব। খুন, মাদকদ্রব্য পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো অপরাধে সৌদিতে শিরশ্ছেদ (মৃত্যুদণ্ড) করা হয়। খবর গার্ডিয়ান, বিবিসি, আরব নিউজের।

(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test