E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের বিমান ঘাঁটিতে হামলার দায় নিল জিহাদ কাউন্সিল

২০১৬ জানুয়ারি ০৫ ০১:৩৪:০০
ভারতের বিমান ঘাঁটিতে হামলার দায় নিল জিহাদ কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে ভারতের পাঠনকোট বিমানঘাঁটিতে হামলার দায় নিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল নামে একটি সংগঠন। সংগঠনটির শীর্ষনেতা সৈয়দ সালাউদ্দিন সোমবার এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। যদিও ভারত সরকার ইউনাইটেড জিহাদের এই দাবি খারিজ করে দিয়েছে।

হরকত-উল-আনসার, হিজাব-উল-মুজাহিদন, জামাত-উল মুজাহিদিন, অল-জিহাদ, তেহরিক-উল মুজাহিদিনের মতো ১৫টি কাশ্মীরি জঙ্গি সংগঠনকে একজোট করে তৈরি হয়েছে ইউনাইটেড জিহাদ কাউন্সিল নামে এই সংগঠনটি। এই সংগঠনটির তরফে সৈয়দ সাদাকাত হুসেইন জানান, ২ জানুয়ারি পাঠনকোট বায়ুসেনা ঘাঁটিতে কাশ্মীর জঙ্গিরাই হামলা চালিয়েছে।

যদিও, কেন্দ্রের পক্ষ থেকে এই দাবি নস্যাত্‍‌ করে এক বিবৃতে জানানো হয়েছে, পাঠানকোট হামলার অন্য দিকে মোড় ঘোরাতে চাইছে পাকিস্তান। পরিকল্পিত ভাবেই তাই কাশ্মীরি জঙ্গিদের এই সংগঠনকে সামনে আনা হচ্ছে। এ ধরনের ঘোষণা পাকিস্তানি চক্রান্ত বলেই মনে করছে নয়াদিল্লি।


(ওএস/এস/জানুয়ারি০৫,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test